ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমবিএল ও এনআরবিসিবি’র মধ্যে চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
এমবিএল ও এনআরবিসিবি’র মধ্যে চুক্তি সই ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (এনআরবিসিবি) সব শাখায় এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালু হয়েছে। এ বিষয়ে ব্যাংক দুটির মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়।



মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. এহসানুল হক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান উক্ত চুক্তিতে সই করেন।

মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, এক্সপ্রেস মানি সার্ভিসেস লি. এর কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।