ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আস্থার প্রতীকে পরিণত হয়েছে বসুন্ধরা সিমেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
আস্থার প্রতীকে পরিণত হয়েছে বসুন্ধরা সিমেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বসুন্ধরা সিমেন্ট গুণেমানে সেরা অবস্থানে পৌঁছেছে। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশসেরা ব্র্যান্ডে পরিণত হয়েছে এ সিমেন্ট।

সারাদেশের মতো সিলেট অঞ্চলেও প্রকৌশলী, ঠিকাদার ও ব্যবহারকারীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এ সিমেন্ট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়ার হলরুমে বসুন্ধরা সিমেন্টে এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুবেল এন্টারপ্রাইজ’র বার্ষিক হিসাব সমাপনী (হালখাতা) অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মেসার্স রুবেল এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. রিমাদ আহমদ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের জিএম খন্দকার কিংশুক হোসেন।

ব্যবসায়ী সাকারিয়া হোসেন সাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী হাজী গৌছ মিয়া, সিলেট রড, সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য জুবায়ের আহমদ চৌধুরী।

এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে শিশু রহিমা আক্তার লুনা। তারপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইঞ্জিনিয়ার আবু তাহের।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেসার্স রুবেল এন্টারপ্রাইজের মার্কেটিং এক্সিকিউটিভ অসিউর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।