ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমটিবি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
এমটিবি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সই

ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং এসএমই ফাউন্ডেশনের মধ্যে সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, পান্থপথ, ঢাকায় এক চুক্তি সই হয়।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. সৈয়দ মো. ইহসানুল করিম এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী আনিস এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।



এই চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশন তৃতীয়বারের মতো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ উৎপাদনশীল ও সেবা খাতে নিয়োজিত নারী উদ্যোক্তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য এমটিবির সব শাখার মাধ্যমে কোনো জামানত ছাড়াই ৯% সুদে ঋণ নিতে পারবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।