ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যশোর চেম্বারের নির্বাচন ১৬ মে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
যশোর চেম্বারের নির্বাচন ১৬ মে

ঢাকা: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্ব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হবে।



নির্বাচন বোর্ডের আহ্বায়ক যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার গত বুধবার(২৫ ফেব্রুয়ারি’২০১৫) এ তফসিল ঘোষণা করেন।
 
তফসিল অনুযায়ী, ১৬ মার্চ খেলাপি সদস্যদের চাঁদা পরিশোধের সর্বশেষ সময় এবং ২৫ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে। ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে এদিন থেকেই মনোনয়ন বিক্রি করা হবে। ১৯ এপ্রিল মনোনয়ন বাছাই শেষে ২০ এপ্রিল বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। আর ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে ১৬ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলুর নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ২বার বাড়ানোর পরও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

একপর্যায়ে ২০১৪ সালের ১২ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের অধ্যাদেশের ১৯৬১-এর ৪ ধারা এবং বাণিজ্য সংগঠনের অধ্যাদেশের ১৯৬১-এর ১০ ধারা মোতাবেক যশোরের অতিরিক্ত জেলা প্রশাসককে(সার্বিক) চেম্বারের প্রশাসক নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।