ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের বার্ষিক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
এক্সিম ব্যাংকের সিলেট অঞ্চলের বার্ষিক সম্মেলন

ঢাকা: এক্সিম ব্যাংক সিলেট অঞ্চলের ‘বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৫’ শীর্ষক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেট রোজভিউ হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন এবং প্রতিকূলতা অতিক্রম করে নতুন বছরে কাঙ্খিত ফলাফল অর্জনের জন্য গঠনমূলক ও সুস্পষ্ট দিক নির্দেশনা দেন।

এ সময় এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া ও খন্দকার রুমি এহসানুল হকসহ সিলেট অঞ্চলের নয়টি শাখার ব্যবস্থাপক এবং সকল পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।