ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট ঘোষণার পর ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১০

ঢাকা: বাজেট ঘোষণার পর আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেই ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দিনের শুরু থেকেই লেনদেনে উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বিশেষ করে ব্যাংক, বীমাসহ অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

তবে বাজেটে বিশেষ বরাদ্দ থাকা সত্ত্বেও প্রতীক্ষিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের অধিকাংশ শেয়ারের দাম কমেছে।

এদিকে ডিএসইতে আজ বুক বিল্ডিং পদ্ধতির ৩য় প্রতিষ্ঠান হিসেবে আরএকে সিরামিকের লেনদেন শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের (ফেইস ভ্যালু) প্রতিটি শেয়ার ১শ’ ৯০ টাকা থেকে শুরু করে ২শ’ ৩৫ টাকার মধ্যে ওঠানামা করছে।

তাছাড়া দেড় বছর লেনদেন বন্ধ থাকার পর আজ ইউনাউটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই এ ব্যাংকের শেয়ার সর্বোচ্চ সার্কিট ব্রেকার স্পর্শ করায় লেনদেন আপনা থেকেই স্থগিত হয়ে গেছে। আজ ইউসিবিএলের প্রতিটি শেয়ার ১ হাজার ৪শ’ ২৫ টাকা থেকে ১ হাজার ৪শ’ ৯১ টাকা ২৫ পয়সার মধ্যে ওঠানামা করছে।

বেলা সোয়া বারোটা পর্যন্ত ডিএসই তে ৬শ’ ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ফলে আজকের দিনের সাধারণ সূচক আগের দিনের থেকে ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২শ’ ৯৮ পয়েন্টে দাঁড়ায়।

এসময়ের মধ্যে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো- তিতাস গ্যাস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, আরএকে সিরামিক, পাওয়ার গ্রিড, প্রিমিয়ার ব্যাংক, সামিট পাওয়ার ও ওয়ান ব্যাংক।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১২ ঘন্টা, জুন ১৩, ২০১০
জিএস/এনজে/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।