ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা: সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের অন্তর্দ্বন্দ্বে সাতক্ষীরার ভোমরা বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।



নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ব্যবসায়ীরা প্রতি ট্রাকে ৩০ টন করে ফল আমদানি করে কর দেন ১৪ টনের।

সম্প্রতি কাস্টমস কর্তৃপক্ষ অন্তত ২০ টনের কর দাবি করায় ব্যবসায়ীরা পূর্ব ঘোষণা ছাড়াই দুপুর থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন।

ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বন্দর থেকে আমাদের সুযোগ-সুবিধা দিন দিন কমে যাচ্ছে। তাই ব্যবসায়ীদের স্বার্থে আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে, কতো দিন তারা আমদানি-রপ্তানি বন্ধ রাখবেন তা তিনি বলতে পারেননি।  
ভোমরা বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার তারেক মাহমুদ বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীদের কাঁচামাল আমদানিতে কিছু সুবিধা দেওয়া হয়। কিন্তু তাদের দাবি সুযোগ-সুবিধা আরো বাড়াতে হবে। তারা কি কারণে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে তা আমার জানা নেই। আমাদের দিক থেকে আমদানি-রপ্তানিতে কোনো সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।