ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইস্টার্ন ক্যাবলসের এজিএম ২৬ ফেব্রুয়ারি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ইস্টার্ন ক্যাবলসের এজিএম ২৬ ফেব্রুয়ারি

ঢাকা: ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইস্টার্ন ক্যাবলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য রাষ্ট্রায়ত্ত প্রকৌশল প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।

এজিএমের রেকর্ড ডেট ছিল ৫ জানুয়ারি।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গেল হিসাব বছরে কোম্পানিটির নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৯৫ পয়সা।

কোম্পানিটি ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। রিজার্ভে আছে ৩৩ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে সরকারের কাছে ৫১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।