ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অনুষ্ঠিত হলো ‘অ্যাসেনশিয়াল ম্যানেজারিয়াল কমপিটেন্সিস’ শীর্ষক দিনব্যাপী এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এআইবিটিআরই) আয়োজিত এ প্রোগ্রাম রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।



ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রোগ্রামের উদ্বোধন করেন।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক কনসাল্ট-এর কনসালট্যান্ট মেহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. ফজলুল করিম এবং মুহাম্মদ মাহমুদুল হক।

এআইবিটিআরই-এর প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রোগ্রামে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্ধারিত নির্বাহীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।