ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্কুল ব্যাংকিংয়ে জমা পড়েছে ৭১৭ কোটি টাকা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
স্কুল ব্যাংকিংয়ে জমা পড়েছে ৭১৭ কোটি টাকা

ঢাকা: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘স্কুল ব্যাংকিং’। চার বছরে সাড়ে ৮ লাখ ব্যাংক হিসাবের পাশাপাশি এসব হিসাবে জমা পড়েছে ৭১৭ কোটি টাকা।



২০১০ সালে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম শুরু হলেও স্কুলশিক্ষার্থীরা টাকা জমা রাখার সুযোগ পায় ২০১১ সালে। ওই বছরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যাংকগুলোতে ৩০ কোটি ৭৯ লাখ টাকা আমানত রাখে। চার বছরের ব্যবধানে ডিসেম্বর শেষে জমা পড়েছে ৭১৭ কোটি ৪৯ লাখ টাকা।

প্রথম বছরে ২৯ হাজার ৮০ শিক্ষার্থী এ্যাকাউন্ট খোলে। ডিসেম্বর শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫০ হাজার ৩০৩টি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে সঞ্চয় ছিল ৬১২ কোটি টাকা। জুন পর্যন্ত শিক্ষার্থীদের সঞ্চয় ছিল ৪০৭ কোটি ২৯ লাখ টাকা। সর্বশেষ ডিসেম্বর শেষে জমা পড়েছে ৭১৭ কোটি ৪৯ লাখ টাকা।

কেবল শহরে নয়, গ্রামেও জনপ্রিয়তা পাচ্ছে স্কুল ব্যাংকিং। গ্রাম এলাকার ব্যাংকগুলোতে স্কুলের ছাত্রছাত্রীরা খুলেছে ৩ লাখ ২৪ হাজার ২০১ হিসাব। আর শহরে খুলেছে ৫ লাখ ৭৬ হাজার হিসাব।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।