ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদ্যপণ্য রপ্তানিতে মার্কিন স্বীকৃতি পেয়েছে স্কয়ার ফুডস

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
খাদ্যপণ্য রপ্তানিতে মার্কিন স্বীকৃতি পেয়েছে স্কয়ার ফুডস

ঢাকা: খাদ্যপণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ) স্বীকৃতি পেয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

স্কয়ারের তথ্য মতে, তারাই দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি পেয়েছে।

এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিষ্ঠানটির খাদ্যপণ্য প্রবেশ আরও সুগম হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি’২০১৫)রাজধানীর মহাখালীতে স্কয়ার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় জানানো হয়, ২০১৪ সালের ১২ জুন এফডিএর প্রতিনিধিদল স্কয়ার ফুডসের পাবনার কারখানা পরিদর্শন করে। সে পরিদর্শনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে স্কয়ার ফুডসের উৎপাদিত খাদ্যপণ্যকে মার্কিন বাজারে অবাধে প্রবেশের এ স্বীকৃতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুডসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও রপ্তানি বিভাগের প্রধান খুরশীদ আহমাদ, বিপণন বিভাগের প্রধান নাফিসা আলম ও কারখানা ব্যবস্থাপক আমিনুল ইসলাম।

২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি স্কয়ার কনজ্যুমার প্রডাক্টস নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি গত বছর স্কয়ার ফুডস অ্যান্ড বেভারেজ নামে কার্যক্রম শুরু করে। রাঁধুনী, রুচি, চাষীর মতো জনপ্রিয় খাদ্য ব্র্যান্ডগুলো স্কয়ার ফুডসের। প্রতিষ্ঠানটির পাবনার কারখানা থেকে উৎপাদিত খাদ্যপণ্য বর্তমানে পাঁচটি মহাদেশের ৩০টি দেশে রপ্তানি হচ্ছে।

২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করে আসছে স্কয়ার ফুডস।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।