ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ব্যবসার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন

ঢাকা: দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চামড়া ও রেক্সিন জাতীয় পাদুকা প্রস্তুতকারী সমিতি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি’২০১৫) দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও,পাদুকা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



হরতাল-অবরোধ প্রত্যাহার ও দেশের অর্থনৈতিক অচল অবস্থার অবসান, ব্যবসা-বাণিজ্য ও পাদুকা শিল্প ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাজনীতি বুঝি না, ব্যবসা বুঝি। তাই আমরা আমাদের ব্যবসার পরিবেশ ফিরে পেতে চাই। এ ব্যবসার সঙ্গে দেশের মোট ৮০লাখ লোক জড়িত রয়েছেন। বছরে এই শিল্পে প্রায় নয় হাজার কোটি টাকার লেনদেন হয়।

দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৮০ শতাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এভাবে চলতে থাকলে বাকী ২০ শতাংশ প্রতিষ্ঠানও যেকোন সময় বন্ধ হয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

এ সময় সরকারের উদ্দেশে বক্তারা বলেন, দেশে কীভাবে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেটা আপনাদের দায়িত্ব। তাই যেভাবেই হোক আপনারা আমাদের নির্বিঘ্নে ব্যবসার সুযোগ করে দিন।

হরতাল-অবরোধের নামে দেশে চলমান সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব বন্ধের জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনটি ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবে একই সময়(দুপুর ৩টায় শুরু হয়ে বিকাল ৪টা) অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সোহেল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পিভিসি পাইপ প্রস্তুতকারী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ চামড়া ও রেক্সিন জাতীয় পাদুকা প্রস্তুতকারী সমিতির সাধারণ সম্পাদক মীর মাহাবুব রনি, সাংগঠনিক সম্পাদক আহাদ বাপ্পীসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।