ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তম পঞ্চবার্ষিকীতে ১ কোটি ৩২ লাখ কর্মসংস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সপ্তম পঞ্চবার্ষিকীতে ১ কোটি ৩২ লাখ কর্মসংস্থান

ঢাকা: সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রায় ১ কোটি ৩২ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে দেশের মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।



পরিকল্পনা কমিশন কর্তৃক প্রণয়নাধীন সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিফলন বিষয়ে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের(জিইডি) সিনিয়র সচিব ড. শামসুল আলম।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি-সম্মেলনা কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা অনুযায়ী আইসিটি সার্ভিসের ব্যাপক বিকাশ ও সুযোগ ঘটানো হবে।

তিনি আরও বলেন, সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের অর্থনৈতিক অবস্থার প্রতিফলনে প্রতিবছর জিডিপি’ প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে এটা অর্জন করা সম্ভব হবে।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য কর্নেল শওকত আলী, মো. তাজুল ইসলাম, সামশুল হক চৌধুরী, বেগম নিলুফার জাফর উল্লাহ।

বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন, আইএমইডি, জিইডি ও অন্যান্য বিভাগের কাজের বিষয়ে জানতে চায় স্থায়ী কমিটি। সার্বিক বিষয় সম্বন্ধে স্থায়ী কমিটিকে অবহিত করে পরিকল্পনা মন্ত্রণালয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য আরাস্তু খান, হুমায়ুন খালিদ, এসএম গোলাম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।