ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আঞ্চলিক সহযোগিতায় সহজতর হবে বিদ্যুৎ সরবরাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
আঞ্চলিক সহযোগিতায় সহজতর হবে বিদ্যুৎ সরবরাহ ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাহিদার সময় খেয়াল রেখে ভারত, নেপাল, ভুটান ও মায়ানমারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সহজতর হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিসিসিআই’র নিজস্ব ভবনে ‘পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট: রিলায়েবল সাপ্লাই টু কাস্টমার পার্সপেকটিভ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, বিভিন্ন দেশে ঋতুভেদে বিদ্যুতের চাহিদার রকমফের হয়। দেখা যায়, কোনো দেশে যখন রাত, অন্য দেশে তখন দিন। সেক্ষেত্রে চাহিদার দিকে খেয়াল রেখে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্ট অনেক সমস্যা দূর করা সম্ভব।

তিনি বলেন, সামুদ্রিক গ্যাস ব্যবহার উপযোগী করতে কমপক্ষে আরো দশ বছর সময় লাগবে। তাই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আরো সচেতন হওয়া উচিৎ বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ক্যাপটিব পাওয়ারে নতুন সংযোগ দেওয়া হবে না। একইভাবে গিজারেও সংযোগ বন্ধ থাকবে। তাই আমি শিল্প উদ্যোক্তাদের অনুরোধ জানাবো, তারা যেন ইকোনোমিক জোনে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

সভায় ডিসিসিআই’র সভাপতি হোসেন খালিদ বলেন, আমাদের জ্বালানি খাতে প্রশংসনীয় উন্নয়ন হচ্ছে। কিন্তু শিল্প খাতে এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। শিল্প খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যথার্থ নীতি প্রণয়ন করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড’র সাবেক চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, ডিসিসিআই’র সিনিয়র সহ সভাপতি হুমায়ুন রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।