ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসমাইল মোল্লা বিপিএফএইচ’র পরিচালক নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ইসমাইল মোল্লা বিপিএফএইচ’র পরিচালক নির্বাচিত ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই বছরের (২০১৫-২০১৭) জন্য বাংলাদেশ পেটফ্লেকস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টরস অ্যাসোসিয়েশনের (বিপিএফএইচ) পরিচালনা পরিষদের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. ইসমাইল মোল্লা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট শপিং কমপ্লেক্সে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচনে ইসমাইল মোল্লার প্যানেল সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নির্বাচিত হয়।



সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন চলে। মোট ভোটারের সংখ্যা ৬৫ জন।

সম্মিলিত  ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে ১১ জন সদস্য পরিষদের পরিচালক পদের নির্বাচনে জয়ী হয়েছেন। এরা হলেন  মো. ইসমাইল মোল্লা, হাজী বদরুল ইসলাম, মো. আবুল কাশেম, তোফায়েল আহম্মেদ, রাজা আহাম্মেদ, মো. আরিফুল ইসলাম টিটু, আবুল কাশেম ফেরদৌস জীবন, মো. মজিবুর রহমান ঈমন, ইকবাল হোসেন, মোহাম্মদ মাহমুদ আজম পলাশ, মোহাম্মদ কাইয়ুম।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২১ জন। এর মধ্যে মো. ইসমাইল মোল্লার প্যানেল সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদে ১১ জন, সারোয়ার ওবাইদুল চৌধুরী সমর্থিত প্যানেলে ৭ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৩ জন।

বিপিএফএইচ’র দ্বি বার্ষিক নির্বাচনটি ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়। এ কমিশনে চেয়াম্যান আব্দুল রাজ্জাক, নির্বাচন বোর্ডের সদস্য আক্তারুজ্জামান মঞ্জু এবং কমিশনের আপিল বোর্ডের সদস্য মো. দেলোয়ার।  

নির্বাচন প্রসঙ্গে কমিশনের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। ভোটাররা ভোট দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ানি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।