ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আনিসুল হক মেয়রপ্রার্থী, প্রধানমন্ত্রীকে অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
আনিসুল হক মেয়রপ্রার্থী, প্রধানমন্ত্রীকে অভিনন্দন

ঢাকা: ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আনিসুল হককে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জন্য  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও ৬০ জেল‍ার চেম্বার নেতারা।



চেম্বার কাউন্সিলের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ইচ্ছায় একজন ব্যবসায়ী নেতা প্রথমবারের মতো ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

যোগ্যতা ও দক্ষতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আনিসুল হককে প্রার্থী করায় ব্যবসায়ী সমাজ আনন্দিত ও গর্বিত।

তিনি বলেন, আনিসুল হক নির্বাচিত হলে তার দক্ষতা ও যোগ্যতাবলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বৈপ্লবিক পরিবর্তন এবং ঢাকা বিশ্বমানের আধুনিক শহরে পরিণত হবে বলে ব্যবসায়ী সমাজ প্রত্যাশা করছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।