ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হলমার্কের পাওনা পরিশোধ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
হলমার্কের পাওনা পরিশোধ শুরু

ঢাকা: হলমার্কের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা পরিশোধ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
 
বৃহস্পতিবার (০৫ মার্চ) স্ট্যান্ডার্ড ব্যাংকের পাওনা এক লাখ ১২ হাজার ডলার সোনালী ব্যাংকের এফসি ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা হয়েছে।


 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
তিনি আরও জানান, হলমার্কের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা অনিষ্পন্ন বিলের টাকা পরিশোধ করা শুরু হলো। এ ধরনের অনিষ্পন্ন বিলের টাকা পরিশোধ অব্যহত থাকবে।
 
হলমার্কের ঋণ কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়ার পরে বহু ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পাওনা টাকা পাওয়ার দাবিতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে।
 
এসব আবেদন যাচাই-বাছাই করে প্রকৃত পাওনাদারদের টাকা পরিশোধ করা হবে বলেও জানান আসাদুজ্জামান।
 
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ ছয়টি প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে তিন হাজার ৯শ’ ৮৮ কোটি টাকা হাতিয়ে নেয়। এর মধ্যে এখন ৩ হাজার ৪শ’ ৭৭ কোটি টাকা বকেয়া রয়েছে।

 বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।