ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘২০২৫ সালে দেশে বেকার থাকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
‘২০২৫ সালে দেশে বেকার থাকবে না’ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০২৫ সালে বাংলাদেশের একটি লোকও বেকার থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

সোমবার (২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী একথা বলেন।



আ হ ম মোস্তফা কামাল বলেন, ২০৫০ সালে দেশ অস্ট্রেলিয়ার উপরে থাকবে। এটা ভেবে আমার অনেক ভালো লাগে। এটা সম্ভব হবে দেশের শ্রমিক-কৃষক, প্রবাসী বাঙালি ও সবার অদম্য চেষ্টায়।

তিনি বলেন, আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে ভিয়েতনাম, ফিলিপাইন ও থাইল্যান্ডের উপরে রয়েছে। আমাদের সরকার ৯০ বছর বয়সীদের জন্যও শিক্ষার ব্যবস্থা করেছেন।

২০২১ সালে মধ্যম আয়ের দেশ অর্জনের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২৫ সালে দেশের একটি মানুষও বেকার থাকবে না। মালয়েশিয়ার উপরে উঠে আসবে বাংলাদেশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব শফিকুল আজম, ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ, সহ-সভাপতি সোয়েব চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৬১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।