ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের কৃষি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বাংলাদেশের কৃষি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কৃষি খাতের সাথে জড়িত। তাই এদেশের কৃষি খাতের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিযেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সহ-সভাপতি মো. শোয়েব চৌধুরী।


 
মঙ্গলবার (৩ মার্চ) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
 
‘বাংলাদেশের রপ্তানীযোগ্য পণ্যের প্রমোশন: পণ্য নির্দেশন এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ডিসিসিআই এবং ইউএসএআইডি’র এগ্রিকালচার ভ্যালু চেইন (এভিসি)।
 
মো. শোয়েব চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশ ভাল মানের চাল ও আলু রপ্তানি করছে। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে কৃষির বহুমুখীকরনের পাশাপশি পণ্যের মান সংযোজন নিশ্চিত করতে হবে এবং কৃষি খাতের উন্নয়নে নতুন প্রযুক্তির ব্যবহার ও উন্নত জ্ঞান আহরণের উপর গুরুত্ব দিতে হবে।
 
ডিসিসিআই’র মহাসচিব এ এইচ এম রেজাউল কবির বলেন, এ কর্মশালা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ বিশেষত ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা ও সেই সাথে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য নতুন নতুন প্রযুক্তি অবলম্বনে সহায়তা করবে। তাছাড়া কৃষিভিত্তিক উৎপাদন চেইনে বায়ো নিরাপত্তার পাশাপাশি পরিবেশ ও উৎপাদক গোষ্ঠীর জীবিকা নিরাপত্তা সম্পর্কিত বিষয়ের ওপর এ কর্মশালা নতুন সুপারিশ প্রণয়নে ভূমিকা রাখবে।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।