ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাড়ে চার লাখ কৃষক-ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
সাড়ে চার লাখ কৃষক-ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ সহায়তা ছবি : দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চার লাখ ৫২ হাজার কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে ঋণ, কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে অনলাইনভিত্তিক বিপণন সুবিধা পাবেন কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা।

এতে এক নতুন দিগন্ত উন্মোচন হবে।
 
বুধবার (০৪ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে প্রোমটিং অ্যাগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইসেস (পেস) প্রকল্পের কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

পিকেএসএফ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জীবনমান উন্নয়নে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। এগুলোকে কাজে লাগাতে হবে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র পর্যায়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকৃত হবেন। এটি খুবই ভালো উদ্যোগ।
 
এসময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সরকার তার মূল কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে সরকার সঠিক পদক্ষেপই নিচ্ছে। দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
 
সভাপতির বক্তব্যে পিকেএসএফ’র পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, শুধু আন্তর্জাতিক সনদ নয়, যাদের জন্য কাজ করছি তারা যেন আমাদের সনদ দেন সেদিকে নজর দিতে হবে।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু সাড়ে লাখ মানুষ নয়, আরও বেশি মানুষ উপকৃত হবেন।   কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং সঠিক বিপণনের ব্যবস্থা করতে পারলে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।
 
কর্মশালায় বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, পিকেএসএফ’র উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক অবদুল করিম, প্রকল্প সমন্বয়কারী আকন্দ রফিকুল ইসলাম এবং ইফাদ’র কান্ট্রি প্রোগ্রাম অফিসার (বাংলাদেশ) নিকোলাস সাইদ।
 
আয়োজকরা জানান, ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোগ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের মান উন্নয়ন এবং বিপণন সম্প্রসারণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ ও দেশের অর্থনীতিতে গতি সঞ্চারে অগ্রণী অবদান রাখবে।
 
প্রকল্প সম্পর্কে তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৯২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ইফাদের অবদান ৪০ মিলিয়ন মার্কিন ডলার।   পিকেএসএফ’র বিভিন্ন সহযোগী সংস্থার (স্থানীয় এনজিও) মাধ্যমে কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা এসব সুবিধা পাবেন।
 
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।