ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর দিয়ে কাঁচামালের আমদানি বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বেনাপোল বন্দর দিয়ে কাঁচামালের আমদানি বেড়েছে ছবি : বাংলানিউজটোয়োন্টিফোর.কম

বেনাপোল (যশোর) : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল, পেঁয়াজ, আদা, মাছসহ বিভিন্ন প্রকার কাঁচা পণ্যের আমদানি বেড়েছে।  

 

সাতক্ষীরার ভোমরা বন্দরে ওভার ব্রিজের কাজ চলায় ওই পথের আমদানি পণ্যের চাপ এখন বেনাপোল বন্দরে।

গত তিন দিনে এপথে ভারত থেকে দুই শতাধিক ট্রাক বিভিন্ন প্রকারের কাঁচামাল আমদানি হয়েছে। তবে ভোমরা বন্দরে ওভার ব্রিজের কাজ শেষ হলে এপথে কাঁচামালের আমদানি আবার কমে যাবে বলে জানা গেছে।  

 

কাস্টমস সূত্রে জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ ও পণ্য পরিবহনে কম খরচ হওয়ায় আগে বেনাপোল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে আপেল, আঙ্গুর, কমলা, পেঁয়াজসহ বিভিন্ন প্রকারের কাঁচামাল আমদানি হতো।  

বছর সাত আগে এসব পণ্য আমদানির ওপর কড়াকড়ি আরোপ করে কাস্টমস কর্তৃপক্ষ। এতে ব্যবসায়ীরা সুযোগ সুবিধা না পেয়ে বেনাপোল বন্দর ছেড়ে সাতক্ষীরার ভোমরা বন্দরে চলে যায়। সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়ায় ব্যবসায়ীরা আর এপথে ফেরেনি। এতে বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি একেবারে বন্ধ রয়েছে। শুধু সামান্য পরিমাণে চাল, পেঁয়াজ ও আদা আমদানি হচ্ছে।  

 

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেনাপোল কাস্টমসের এক সহকারী কমিশনার বাংলানিউজকে জানান, আমদানিকারকরা যে পথে সুবিধা পাবে সে পথেই বাণিজ্য করবে এটাই স্বাভাবিক।  

 

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান কাঁচামালের আমদানি বেড়ে যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

 

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।