ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমসে নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বেনাপোল কাস্টমসে নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর কাস্টমস হাউজের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এএফএম আবদুল্লাহ।
বুধবার (০৪ মার্চ) বিকেল ৪টায় সাবেক কমিশনার মাহাবুবুজামানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।



এরআগে তিনি বেনাপোলে কাস্টমস হাউজে সহকারী কমিশনার হিসাবে কাজ করেছেন।

এদিকে, বিদায়ী কমিশনার মাহাবুবুজামানকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

রাজস্ব আয়ে পরিবর্তন আনতে ২৬ ফেব্রুয়ারি ৬ কাস্টমস কমিশনারের দফতর বদলির আদেশ জারি করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। ওই আদেশে এএফএম আবদুল্লাহকে বেনাপোল কাস্টমসে ও বেনাপোল কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামনকে এনবিআরে বদলি করা হয়।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন নতুন কমিশনার যোগদানের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।