ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ চায় বিজিএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ চায় বিজিএমইএ

ঢাকা: বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হলেই শুধুমাত্র পোশাক শিল্পের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুর দেড়টায় রাজধানীর বিজিএমইএ ভবনে ইউএস অ্যাম্বেসেডর মার্শা স্টিফেন ব্লুম বার্নি কাট-এর সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি।


 
বিজিএমইএ সভাপতি বলেন, আমাদের ব্যবসা ও বিনিয়োগ করার পরিবেশ দিতে হবে। বর্তমানে বাংলাদেশের সামনে পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক সমস্যা। আমরা কাজ করে যাচ্ছি। কমপ্লায়ান্স নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা করেছি। একর্ড, অ্যালায়েন্সের পরিদর্শন কাজ শেষ। আগামী ২০১৫ সালের এপ্রিল মাসের মধ্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অনুযায়ী কার্যক্রম শেষ হবে।

ইউএস অ্যাম্বাসেডর ব্লুম বার্নি কাট বলেন, বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের উচিত শ্রমআইনের সঙ্গে মিল রেখে কমপ্লায়ান্স নিশ্চিত করা। ইতোমধ্যেই আপনারা অনেক কাজ করেছেন যা সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু এখনো গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে। আশা করছি এ দেশের পোশাক শিল্পের ব্যবসায়ীরা তাও বাস্তবায়ন করবে। আমাদের পক্ষ থেকে এসব ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো, রাজনৈতিক অস্থিতিশীলতায় পোশাক শিল্পে ১৮৯ কোটি টাকা সরাসরি ক্ষতি হয়েছে। এছাড়া আমাদের দেশের মজুরির সঙ্গে অন্য দেশের মজুরির তুলনা করা হচ্ছে। অথচ এটা দেখা হচ্ছে না যে, তাদের উৎপাদনশীলতা কয়েকগুণ বেশি। তাছাড়া তাদের ব্যাংকঋণের সুদও আমাদের তুলনায় বেশ কম।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ইএবি সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।