ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ কারখানা, ১ ইটভাটার ৪০ লাখ টাকা জরিমানা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
৩ কারখানা, ১ ইটভাটার ৪০ লাখ টাকা জরিমানা

ঢাকা: পরিবেশ দূষণের দায়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ৩টি কারখানা ও ১টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

দূষণবিরোধী অভিযানের  কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার(৫ মার্চ’২০১৫) তারিখ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট)মোঃ আলমগীর ৩ টি কারখানার মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।



কারখানাসমূহের মধ্যে - ১টি ডাইং, ১টি-ওয়াশিং, ১টি-রিরোলিং ও ১টি-ইটভাটা। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন গ্রহণ ব্যতিত এবং বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি জলাশয়ে নির্গত করার দায়ে (১) ইস্ট ওয়েস্ট সুটিং মিলস লিঃ, মির্জানগর, নয়ারহাট, আশুলিয়া, সাভার, ঢাকা-কে ১৩ লাখ টাকা;

দীর্ঘদিন যাবৎ পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও Air Treatment Plant (ATP)স্থাপন ছাড়া কারখানা পরিচালনা করে বায়ু দূষণের দায়ে(২) মেট্টো স্টিল এন্ড রি-রোলিং মিলস লিঃ, শিমরাইল, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-কে ২২ লাখ টাকা এবং ইটিপি স্থাপন ব্যতিত ওয়াশিং কারখানা পরিচালনা করার অপরাধে (৩) সামার ড্রেস লিমিটেড, জাঙ্গালিয়াপাড়া, ভাওয়াল, মির্জাপুর, গাজীপুর-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সনাতন পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করার অপরাধে মেসার্স মা ব্রিক ফিল্ড (এম এ এ), পুরান গোগনগর, আলীরটেক, নারায়ণগঞ্জ-কে ২লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।