ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম বলেছেন, এক বছরেই ঘুরে দাঁড়িয়েছে রূপালী ব্যাংক। অনেক চড়াই -উৎরাই পেরিয়ে ব্যাংকটির অবস্থান এখন অনেক ভালো।


 
শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি কমপ্লেক্সের গোল্ড ওয়াটার কনভেনশন সেন্টারে রূপালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ড. এম আসলাম আলম বলেন, সর্বনিম্ন অবস্থান থেকে ২০১৩ সালে নতুনভাবে যাত্রা শুরুর পর ২০১৪ সালের শেষে এসে ব্যাংকটির সার্বিক কার্যক্রম ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকটির সবকিছু এখন সন্তোষজনক।
 
তিনি বলেন, শ্রেণিকৃত খেলাপী ঋণ আদায়ের পরিমাণ অনেক কমে গেছে। এসব ঋণ গ্রহিতারা অনেক প্রভাবশালী। তাদের বিরুদ্ধে মামলা করেও টাকা আদায় করা যায় না।

এ জন্য বড় বড় ঋণ দেওয়া বন্ধ করে রূপালী ব্যাংককে এসএমই ঋণের দিকে ঝুঁকতে হবে। সেবা বৃদ্ধি এজেন্ট ব্যাংকিং চালু করতে হবে। গ্রামের মানুষকে সেবার আওতায় আনতে হবে।
 
ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমলেন্দ‍ু মুখার্জীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট সত্যেন চন্দ্র ভক্ত, ড. হাসিবুর রহমান, ব্যারিস্টার জাকির আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, দেবাশীষ চক্রবর্তীসহ অনেকে। এ সময় ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন।
 
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।