ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকে বাসেল-৩ বাস্তবায়ন সংক্রান্ত ইডিপি অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ইসলামী ব্যাংকে বাসেল-৩ বাস্তবায়ন সংক্রান্ত ইডিপি অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে বাসেল-৩ বাস্তবায়ন সংক্রান্ত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ মার্চ ২০১৫ ইং) ব্যাংক ভবনের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।



ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট উইং প্রধান মো. আবদুল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী মো. ফিরোজ বিন আলম ও যুগ্ম পরিচালক দিপ্তি রাণী হাজরা যথাক্রমে বাসেল-৩ ও বাসেল-২ সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, মো. মাহবুব-উল-আলমসহ উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখার নির্বাহীবৃন্দ অংশ নেন।   

মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথির ভাষণে বলেন, বাসেল নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকিং খাতে জবাবদিহিতা, শৃঙ্খলা ও আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংকের দায়বদ্ধতা সকল মানুষের প্রতি। বাসেল নীতিমালা বাস্তবায়নে এ ব্যাংক নিয়মিতভাবে পারঙ্গমতার পরিচয় দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।