ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক এশিয়া কর্মকর্তাদের ৩৩তম বুনিয়াদি প্রশিক্ষণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
ব্যাংক এশিয়া কর্মকর্তাদের ৩৩তম বুনিয়াদি প্রশিক্ষণ

ঢাকা: পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য ব্যাংক এশিয়া সম্প্রতি ২৭ জন কর্মকর্তাকে ৩ সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে।

ব্যাংক চেয়ারম্যান আ. রউফ চৌধুরী গত শনিবার(৭ মার্চ’২০১৫) রাজধানীর পুরাতন বিমানবন্দর রোডের র‌্যাংগস ভবনে ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন।



ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. আজহারুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ও স্কশিয়া শাখা প্রধান মো. আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।