ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তরার সোনারগাঁও জনপথে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
উত্তরার সোনারগাঁও জনপথে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার উত্তরার সোনারগাঁও জনপথে সিটি ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১০ মার্চ, ২০১৫)ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ এ শাখাটির উদ্বোধন করেন।



এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বাদরুদ্দোজা চৌধুরী, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

রুবেল আজিজ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের রিটেইল লোন, ডিপোজিট, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। এলাকার ব্যক্তি-গ্রাহক ও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ এখন থেকে সিটি ব্যাংকের আধুনিক ও প্রযুক্তির বিচারে বিশ্বমানের সেবাসমূহ নিয়ে লাভবান হতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।