ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন আবারও পুরস্কার পেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন আবারও পুরস্কার পেল

ঢাকা: বিশ্বের বিভিন্ন সেবা খাতের দুই কোটি কর্মীর সমন্বয়ে গঠিত ইউনি গ্লোবাল নামের ইউরোপভিত্তিক সংগঠন থেকে ২য় বারের মতো স্বীকৃতি অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইউ)।

ইউএনআই গ্লোবাল প্রফেশনাল অ্যান্ড ম্যানেজারস গ্রুপের ইস্তাম্বুল বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।

গত ৯-১১ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে এ গ্রুপের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১২ মার্’২০১৫) গ্রামীণ ফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিয়া মাসুদ বাংলানিউজকে এ প্রসঙ্গে বলেন, ইউরোপভিত্তিক আন্তর্জাতিক এ সংগঠনটি আমাদের শ্রম অধিকার আর আন্দোলন বিষয়টিকে আমলে নিয়ে এ স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের জন্য সম্মানের। সংগঠনের কাজের এমন স্বীকৃতি আমাদের কাজের গতি আরও বাড়িয়ে দেবে।

উল্লেখ্য, কর্মী ছাটাইকে কেন্দ্র করে ২০১২ সালে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ইমপ্লয়িজ ইউনিয়ন(জিপিইইউ) গড়ে ওঠে। মাত্র দেড় বছরের মাথায় ওই ঘটনার জন্য বাংলাদেশের কোনো সংগঠন হিসেবে ‘ফ্রিডম ফর ফিয়ার’ পুরস্কার-২০১৩ পায় জিপিইইউ। যদিও আদালতের বিচারাধীন বিষয় হয়ে যাওয়ায় এখনও ইউনিয়নটি রেজিস্ট্রেশন পায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।