ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রভিশন সংরক্ষণ নীতিমালা সংশোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
প্রভিশন সংরক্ষণ নীতিমালা সংশোধন

ঢাকা: মিউচুয়াল ফান্ডে প্রভিশন সংরক্ষণ নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এসএম রবিউল হাসান স্বাক্ষরিত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য ইউনিটের বাজার ম‍ূল্য অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) শতকরা ৮৫ ভাগ বা এর যে কোনো একটি অপেক্ষা কম বা তার সমান হলে প্রভিশন রাখতে হবে না।

যদি বিবেচ্য মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য ওই সময়ে ইউনিটের বাজার মূল্য অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের ৮৫ ভাগের চেয়ে বেশি হলে সে ক্ষেত্রে সংরক্ষিত প্রভিশন থেকে ইউনিটের গড় ক্রয় মূল্য বাদ দিয়ে প্রভিশন রাখতে হবে।

বর্তমানে ৪০টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে। এতে মোট বিনিয়োগ রয়েছে চার হাজার ৪৪০ কোটি টাকা। এরমধ্যে ব্যাংক ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ এক হাজার ১২৫ কোটি টাকা।
 
সংশ্লিষ্ট স‍ূত্র জানায়, মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের গড় মূল্য আগের চেয়ে  অনেক কমে গেছে। এখন লোকসানের অজুহাতে বিক্রি না করলে দাম আরও কমে যেতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ: ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।