ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-অ্যাপোলো হাসপাতাল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
ওয়ান ব্যাংক-অ্যাপোলো হাসপাতাল চুক্তি সই সংগৃহীত

ঢাকা: বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতাল, ঢাকার মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে ওয়ান ব্যাংক লিমিটেডের কর্মকর্তা এবং কার্ডহোল্ডাররা অগ্রাধিকার ভিত্তিতে অ্যাপোলো হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস এবং নির্দিষ্ট ডিসকাউন্টে এসটিএস লাইফ কেয়ার সেন্টার থেকে স্বাস্থ্যসেবা পাবেন।



ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং অ্যাপোলো হাসপাতালের ঢাকার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ডা. মোহাম্মদ আরমান উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।