ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটের রোজ ভিউ হোটেলে ইবিএল কার্ডধারীদের বিশেষ ছাড়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
সিলেটের রোজ ভিউ হোটেলে ইবিএল কার্ডধারীদের বিশেষ ছাড়

ঢাকা: ইবিএল কার্ডধারীরা বিশেষ ছাড় পাবেন সিলেটের অভিজাত হোটেল রোজ ভিউতে।

সম্প্রতি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ভোক্তা ব্যাংকিং প্রধান এম নাজিম আনোয়ার চৌধুরী এবং সিলেটের রোজ ভিউ হোটেলের বিক্রয় ও বিপণন বিভাগ প্রধান হাসান উল আবেদীন ঢাকায় এ সংক্রান্ত একটি গ্রাহক সুবিধা চুক্তি সই করেন।



চুক্তি অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত ইবিএল কার্ডধারীরা সিলেটের অন্যতম অভিজাত রোজ ভিউ হোটেলে রুম রেটের ওপর ৪৫ শতাংশ, ব্যাংকোয়েটে ৫০ শতাংশ এবং রেস্টুরেন্ট বিলের ওপর ১৫ শতাংশ মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।