ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানি লন্ডারিং রোধে ইসলামী ব্যাংকের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
মানি লন্ডারিং রোধে ইসলামী ব্যাংকের কর্মশালা

খুলনা: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (১৪ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারের মুহাম্মদ ইউনুছ মিলনায়তনে ‍এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আব্দুস সাদেক ভূঁইয়া, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান মো. কবির হোসেন, ঢাকা দক্ষিণ অঞ্চলের  প্রধান মো. ওবায়দুল হক, ময়মনসিংহ অঞ্চল প্রধান মো. মতিয়ার রহমান ও শাখা নিয়ন্ত্রণ ডিভিশনের প্রধান মো. সালেহ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের তিনটি জোনের এন্টি মানি লন্ডারিং নির্বাহী ও কর্মকর্তারা দিনব্যাপী কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।