ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোস্যাল ইসলামী ব্যাংকের নতুন সেবা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
সোস্যাল ইসলামী ব্যাংকের নতুন সেবা উদ্বোধন ছবি : সংগৃহীত

ঢাকা: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি ঢাকার পূর্বাণী হোটেলে ‘ফ্যামিলি এমপাওয়ারমেন্ট ইসলামিক মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম’ নামে একটি আর্থিক সেবা উদ্বোধন করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: আবুল কাশেম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এই আর্থিক সেবার উদ্বোধন করেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর (অব:) ডা: মো: রেজাউল হক এবং সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাইফুল ইসলাম ও এসআইবিএলের পরিচালনা পর্ষদের পরিচালকেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, শাখা ব্যবস্থাপক, অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।