ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলতেও লাগবে বিস্তারিত তথ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলতেও লাগবে বিস্তারিত তথ্য

ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও অভিন্ন হিসাব খোলার ফরম চালুসহ কেওয়াইসি (গ্রাহকের বিস্তারিত তথ্য) ফরমেও দিতে হবে সকল তথ্য।

রোববার (১৫মার্চ’২০১৫) কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলেজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।



এতে বলা হয়, ১১-১২ মার্চ অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য অভিন্ন হিসাব খোলার ফরম ও কেওয়াইসি ফরম তৈরি করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানকে এগুলো চালু করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৫(১)(ক) ধারা মোতাবেক গ্রাহকের সঠিক তথ্য সংরক্ষণের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানকে যথাযথভাবে পালন করতে হবে।

অভিন্ন ফরমের তথ্যাদি সকল আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খোলার ফরমে অবশ্যই থাকতে হবে, তবে কোন প্রতিষ্ঠান প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংযোজন করতে পারবে। শরীয়াহ ভিত্তিক প্রতিষ্ঠানসমূহ সাধারণ টার্মের পরিবর্তে প্রচলিত ও সামঞ্জস্যপূর্ণ ইসলামী টার্ম ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।