ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিধিমালার অভাবে লঙ্ঘিত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বিধিমালার অভাবে লঙ্ঘিত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন

রাজশাহী: জনসম্মুখে ও গণ পরিবহনে ধূমপান চলছেই। অথচ আইন করে তা নিষিদ্ধ করা হয়েছে।

কেবল বিধিমালার অভাবে র্সবত্র লঙ্ঘিত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন। পাবলিক প্লেস, পাবলিক পরিবহন ও কর্মক্ষেত্রে ‘ধূমপান হইতে বিরত থাকুন,  ইহা শাস্তিযোগ্য অপরাধ’ লেখা সম্বলিত সতর্কীকরণ নোটিশ লাগানোর নিয়ম থাকলেও মানছেন না খোদ সরকারি কর্মকর্তারাই।
 
সোমবার (১৬ মার্চ) রাজশাহীতে অনুষ্ঠিত মিডিয়া অ্যাডভোকেসি সভায় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা বিবেচনায় পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন শেষে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বর্তমানে অনেক জেলা প্রশাসক অফিস বা পুলিশ সুপারের কার্যালয়েও আইনসিদ্ধ সতর্কীকরণ নোটিশ নেই। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে তামাকপণ্য বিক্রয়স্থলে আইন অমান্য করে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। রাজশাহীসহ বড় শহরগুলোয় চলছে বিদেশি সিগারেটের বিপণন। উপহার হিসেবে ক্রেতা আকৃষ্টের বিষয়টি নিয়মিত চালিয়ে যাচ্ছে প্রতিটি তামাক কোম্পানি।

যথাযথ আইন প্রয়োগ ও বিধিমালার অভাবেই এমনটি হচ্ছে বলে বক্তারা দাবি করেন।

এসিডি’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার নেত্রী সালিমা সারোয়ারের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এন্টি টোবাকো মিডিয়া এলায়েন্স ‘আত্মা’র বিভাগীয় প্রতিনিধি ড. আইনুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিডি’র প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বার্তা সস্পাদক আনোয়ারুল আলম ফটিক,  দৈনিক উত্তরা প্রতিদিনের নির্বাহী সম্পাদক কাজী গিয়াস, দৈনিক সকালের খবরের নিজস্ব প্রতিনিধি শ ম সাজু, বাংলানিউজের শরীফ সুমন, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবীব অপু, আমাদের রাজশাহী পত্রিকার বার্তা সম্পাদক জিয়াউল হক জিয়া, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য,  দেশ টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি এস এম আতিক, এসএ টিভির ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম,  চাঁপাইনবাবগঞ্জের বাংলাভিশন প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।