ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোহাম্মদপুরে ‘ডেইলি শপিং’ এর দুটি আউটলেট চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
মোহাম্মদপুরে ‘ডেইলি শপিং’ এর দুটি আউটলেট চালু

ঢাকা: সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে চেইনশপ ‘ডেইলি শপিং’ এর আরও দুইটি আউটলেট চালু করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে ৩০/২২ ব্লক সি, তাজমহল রোড এবং হাউস-১৩, রোড-৬, শেখের টেক-এ দুইটি ‘ডেইলি শপিং’ উদ্বোধন করা হয়।



প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল মাহ্তাবউদ্দিন আহ্মেদ(অবঃ) সম্প্রতি ডেইলি শপিং দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাণ এর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিং চিফ খান সালেহ মাহমুদসহ স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 ‘ডেইলি শপিং’ এর এসব আউটলেটে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, খিলগাঁও ও দক্ষিণ বাসাবো, শেওড়াপাড়া ও পল্লবীতে ‘ডেইলি শপিং’ এর আউটলেট চালু রয়েছে।   

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।