ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুরু হলো এক্সিম ব্যাংকের কৃষি, ইন্টারনেট ব্যাংকিং

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
শুরু হলো এক্সিম ব্যাংকের কৃষি, ইন্টারনেট ব্যাংকিং বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার এক্সিম স্বপ্ন, এক্সিম কৃষি এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা (আইসার) নিয়ে এলো এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

বুধবার (১৮ মার্চ) ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবাগুলো উদ্বোধন করেন।



হায়দার আলী বলেন, এক্সিম ব্যাংক গ্রাহকবান্ধব ব্যাংক। এক্সিম ব্যাংক সব সময় গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে সেবা পরিকল্পনা করে থাকে। একইসঙ্গে দেশের অস্বচ্ছল ও প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা যেন ‘এক্সিম স্বপ্ন’ ও ‘এক্সিম কৃষি’ সেবা নিতে পারে সেজন্য অত্যন্ত সুবিধাজনক ও সহজ কিস্তি নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এর পাশাপাশি ইনহাউজ সফটওয়্যার আইসার-এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার, অ্যাকাউন্টের ব্যালান্স ও তথ্য জানা, ক্রেডিট কার্ডের বিল দেওয়া, পজেটিভ পে ইন্সট্রাকশন, মোবাইল ফোন রিচার্জসহ আনুষাঙ্গিক সুবিধা উপভোগ করতে পারবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া এবং খন্দকার রুমী, এহসানুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।