ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের প্রথম সেবাঘর উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
ইসলামী ব্যাংকের প্রথম সেবাঘর উদ্বোধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মানিকনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম সেবাঘর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ সেবাঘর উদ্বোধন করেন।



সেবাঘরের মাধ্যমে গ্রাহকরা এটিএম ও আইডিএম-এ ২৪ ঘণ্টা টাকা জমা-উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট নেওয়া, আই-ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন ও বিনিয়োগ তথ্যসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফা আনোয়ার বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করেই দেশব্যাপী সেবাঘর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান মো. শফিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রোমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুহাম্মদ কামাল উদ্দিন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।