ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫
জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জ অঞ্চলের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।



একইদিন ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, সম্মেলনে চলতি বছরে শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন ও অগ্রগতি এবং শাখার কর্মকৌশল নির্ধারণ সম্পর্কে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের দিক-নির্দেশনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিবি রোড করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সামাদ এবং মুন্সিগঞ্জ এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।