ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে মাস্টারকার্ডের প্রিন্সিপাল মেম্বার এমটিবি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
বাংলাদেশে মাস্টারকার্ডের প্রিন্সিপাল মেম্বার এমটিবি

ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) মাস্টারকার্ড বাংলাদেশের প্রিন্সিপাল মেম্বারশিপ পেয়েছে। সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশানে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানের হাতে মাস্টারকার্ড প্রিন্সিপাল মেম্বারশিপ লাইসেন্স তুলে দেন।



এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ রিস্ক অফিসার মো. জাকির হোসেন, মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট (বিজনেস ডেভেলপমেন্ট) গিতানক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।