ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন পেমেন্ট সার্ভিসে ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
অনলাইন পেমেন্ট সার্ভিসে ইসলামী ব্যাংক

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস এর কারিগরি সহায়তায় ইন্টারনেট ও মোবাইলভিত্তিক ব্যাংকিং-এর আওতায় অনলাইন পেমেন্ট সার্ভিস চালু করেছে।  

মঙ্গলবার(২৪ মার্চ ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর ও সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান-এর উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহা. শামসুল হক ও এসএসএল ওয়্যারলেস-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে ইসলামী ব্যাংকের ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, মাহবুব-উল-আলম ও এসএসএল ওয়্যারলেস-এর মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

এ সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকগণ সার্বক্ষণিক ইন্টারনেট ও মোবাইলভিত্তিক ব্যাংকিংয়ে এসএসএল তালিকাভুক্ত প্রায় ৩৫০ মার্চেন্ট প্রতিষ্ঠানের পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।