ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাফা সভায় যোগ দিতে আইসিএবি প্রতিনিধিদল নেপালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
সাফা সভায় যোগ দিতে আইসিএবি প্রতিনিধিদল নেপালে ফাইল ফটো

ঢাকা: সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউটেন্টস’র (সাফা) ৩৯তম পর্ষদ সভায় যোগ দিতে কাঠমান্ডু পৌঁছেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউটেন্টস অব বাংলাদেশ’র (আইসিএবি) একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন আইসিএবি’র সভাপতি মসিহ মালিক চৌধুরী।



২৭ মার্চ সার্ক সচিবালয়ে অনুষ্ঠিতব্য পর্ষদ সভায় তাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ’২০১৫) আইসিএবি’র সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিনিধি দলে আরও রয়েছেন, আইসিএবি’র কাউন্সিল মেম্বার ও সাবেক সভাপতি মুহাম্মদ ফরহাদ হোসাইন, সাইফুল ইসলাম, আব্দুস সালাম ও কাউন্সিল মেম্বার মুহাম্মদ ফারুক।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।