ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘থাইল্যান্ড উইক ২০১৫’ শুরু

শুধু আমদানি নয়, রপ্তানিও বাড়াতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
শুধু আমদানি নয়, রপ্তানিও বাড়াতে হবে ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রতিবছর থাইল্যান্ড থেকে ৬০ কোটি ডলারের বেশি পণ্য আমদানি করা হলেও রপ্তানির পরিমাণ খুবই সীমিত। তবে আমরা এই রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি।

শুধু আমদানি নয় রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চারদিনব্যাপী ‘থাইল্যান্ড উইক ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ থাই দূতাবাস এবং থাই বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে।

প্রদর্শনীতে থাইল্যান্ডের প্রায় সব ধরণের পণ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি কিনতেও পারবেন দর্শনার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন কোনো দুর্যোগপ্রবণ দেশ নয়। বাংলাদেশ এখন সম্ভাবনাময় ও উজ্জ্বল ভবিষ্যতের দেশ। সামাজিক ও আর্থিক দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর তাগিদ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মায়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সব সময় যোগাযোগ চলছে। বাংলাদেশ একটি সুনির্দিষ্ট লক্ষ্য ‍নিয়ে এগিয়ে যাচ্ছে।
 
আয়োজকরা জানান, সাত ক্যাটাগরির পণ্যের সমাহার নিয়ে ৫০টি স্টল রয়েছে এ প্রদর্শনীতে। এর মধ্য অন্যতম হলো অটো পার্টস অ্যান্ড এক্সেসরিজ, কনস্ট্রাকশন মেটাল অ্যান্ড মেশিনারি ইকুইপমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, হাউসহোল্ড অ্যান্ড নিটওয়্যার পণ্য এবং স্টেশনারি পণ্য।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। খুচরা, পাইকারি, ডিলারসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা এ প্রদর্শনী থেকে থাইল্যান্ডের পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। আগামী ২৮ মার্চ শেষ হবে এ প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ঢাকাস্থ থাই অ্যাম্বাসেডর মাধুরুয়াপচুনা ইত্রং, থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের কাউন্সিলর ওয়াচারা চ্যামনাওয়াং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।