ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল ফোন ব্যবহারে ১ শতাংশ সারচার্জ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
মোবাইল ফোন ব্যবহারে ১ শতাংশ সারচার্জ ছবি: (ফাইল ফটো)

ঢাকা: মোবাইল ফোন ব্যবহারের উপর এক শতাংশ সারচার্জ আরোপ করে তা শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
 
সচিব বলেন, বিভিন্ন সেবা নিতে মোবাইল ফোন ব্যবহারের উপরে মাত্র এক শতাংশ সারচার্জ আরোপ করলে বার্ষিক ১শ’ ৪০ কোটি টাকা আদায় হবে। এ অর্থ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যবহার করলে দেশের জন্য হবে কল্যাণকর। মোবাইল ফোন ব্যবহারকারীদের এ সারচার্জ দিতে হবে।
 
সংসদে আইনটি পাশ হওয়ার পর থেকে এটি কার্যকর হবে। সরকার চাইলে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রয়োজনে অন্য যেকোনো পণ্যের উপরও একইভাবে সারচার্জ আরোপ করতে পারবে। আইনে এ বিধানও রাখা হয়েছে।
 
২০১৪-১৫ অর্থ বছরে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মোবাইল ফোন ব্যবহারের উপর যদি সারচার্জ আরোপ করা যায়, তবে এ থেকে প্রাপ্ত অর্থ শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যবহার করা যাবে।
 
প্রধানমন্ত্রীর এ কথার উপর ভিত্তি করে জাতীয় রাজস্ব র্বোড (এনবিআর) আইনের প্রস্তাবটি তৈরি করে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এক শতাংশ সারচার্জ আদায় বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দেয়। তবে পরে বিষয়টি আইনি কাঠামোর মাধ্যমে চূড়ান্ত করার কথা বলে আইন মন্ত্রণালয়।

এ বিষয়ে আইন মন্ত্রণালয় বিলটি তৈরির পর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫ আপডেট: ১৩৫৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।