ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরের কানাইপুরে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
ফরিদপুরের কানাইপুরে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফরিদপুরের কানাইপুরে গত রোববার(২৯ মার্চ, ২০১৫) সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ প্রধান অতিথি হিসেবে এ শাখাটির উদ্বোধন করেন।



এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দা শায়রীন আজিজ, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট শাহাব উদ্দিন খান এবং মিসেস নূরজাহান শাহাব খানসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রুবেল আজিজ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, শহরের পাশাপাশি পল্লী অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার অংশ হিসাবে কানাইপুরে শাখাটি খোলা হয়েছে। নতুন এ শাখার মাধমে গ্রাহকদের রিটেইল লোন, ডিপোজিট, কাস্টমার কেয়ার ও রেমিট্যান্সসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।