ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিক্রয়.কম থেকে জিতুন স্মার্টফোন ও সিনেপ্লেক্স’এর টিকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
বিক্রয়.কম থেকে জিতুন স্মার্টফোন ও সিনেপ্লেক্স’এর টিকেট

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে বিক্রয় ডট কম আয়োজিত সেলফি প্রতিযোগিতার ৩ বিজয়ী পুরস্কার হিসাবে পাবেন ৩টি অ্যাল্কাটেল ওয়ান টাচ স্মার্টফোন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম কয়েক’শ গ্রাহক পাবেন স্টার সিনেপ্লেক্সে ‘অ্যাভেঞ্জারস- এইজ অব আলট্রন’ দেখার দুটি করে টিকেট।



বিক্রয় ডট কম-এ বিজ্ঞাপন পোস্ট করে এবং সেলফি পাঠিয়ে যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। মঙ্গলবার(৩১ মার্চ’২০১৫) বিক্রয় ডট কম এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগ্রহীদের প্রতিযোগিতায় অংশ নিতে বিক্রয় ডট কম’এর নিয়ম অনুযায়ী ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ২০১৫ এর মধ্যে বিক্রয় ডট কম (http://www.bikroy.com) এ বিজ্ঞাপনটি দেওয়া যাবে। কেবলমাত্র ব্যক্তিগত বিজ্ঞাপনদাতারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

এরপর বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখী সাজে বিজ্ঞাপনে প্রদত্ত পণ্যের সঙ্গে সেলফি তুলে [email protected]  এ ই-মেইল করতে হবে অথবা বিক্রয় ডট কম’এর ফেসবুক ফ্যান পেইজে ইনবক্স করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর ইমেইল এবং মোবাইল ফোন নম্বর সুনির্দিষ্ট হতে হবে এবং বিজ্ঞাপনে প্রদত্ত ইমেইল এবং মোবাইল ফোন নম্বরের সঙ্গে এক হতে হবে।

আগ্রহীদের পাঠানো সেলফি থেকে নির্বাচিত ছবিগুলো, বিক্রয় ডট কম ১৫ এপ্রিল থেকে তাদের ফেসবুক ফ্যান পেজে (https://www.facebook.com/bikroy?ref=br_tf) শেয়ার করবে, যা ৩০ এপ্রিল পর্যন্ত ভোটের জন্য উন্মুক্ত থাকবে। এরপর সর্বোচ্চ লাইক পাওয়া ছবির প্রথম ৩জনকে বিজয়ী এবং পরের ৭জনকে রানার-আপ নির্বাচন করা হবে।

বিক্রয় ডট কম’এর মার্কেটিং বিভাগের পরিচালক মিশা আলী বলেন, ‘বিক্রয় ডট কম তার ব্যবহারকারীদের সঙ্গে পহেলা বৈশাখের উৎসবকে আরও বর্ণিল আয়োজনে উদযাপনে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আশা করছি বিক্রয় ডট কম ব্যবহারীরা এটি উপভোগ করবেন। ’’

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য বিক্রয় ডট কম’এর ফেসবুক ফ্যান পেইজ (https://www.facebook.com/bikroy?ref=br_tf) এবং ব্লগ সাইট (http://blog.bikroy.com)’এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।