ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ম ঢাকা মোটর ও বাইক শো ৯ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
১০ম ঢাকা মোটর ও বাইক শো ৯ এপ্রিল ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা বাইক শো-২০১৫’ আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ শো‘র উদ্বোধন করবেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।



বুধবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ এবং সেমস্ গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম এ তথ্য জানান।

সেমস্ গ্লোবাল কনফারেন্স অ্যান্ড এক্সিভিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং সেমস্ বাংলাদেশ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে আব্দুল মাতলুব আহমেদ ও মেহেরুন এন ইসলাম জানান, দশম নিটল-নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা বাইক শো-২০১৫ আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে। ৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তারা জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রদর্শনীতে যাতায়াতের সুবিধার্থে দর্শনার্থীদের জন্য আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা থাকবে।

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ বলেন, এই আয়োজন বাংলাদেশের অটোমোবাইল বিশ্বের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। বরাবরের মতো এবারও ‘১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ও ঢাকা বাইক শো-২০১৫’ বাংলাদেশ ও বিশ্ব অটোমোবাইল এবং অটো কম্পোনেন্ট খাতকে আলোকপাত করবে। এর মাধ্যমে এ খাতের দ্রুত উন্নয়ন সম্পর্কে দেশীয় খাত জানতে পারবে।

তিনি বলেন, প্রায় চারশটির বেশি স্টলে দেশি-বিদেশি নির্মাতা ও সরবরাহকারীগণ  মোটরসাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ এতে প্রদর্শন করবেন।

আয়োজকরা জানান, বাংলাদেশে নতুন করে দুই চাকার মোটরসাইকেল বিক্রি বাড়ানোর জন্য ‘ঢাকা বাইক শো’ প্রদর্শন করা হবে। দেশি ও বিদেশি দুই চাকার প্রস্তুতকারক ও সরবরাহকারীদের উন্নতমানের মোটর সাইকেল সরবরাহ বাড়ানোর জন্য এটি বড় সুযোগ তৈরি করবে এবং ব্যবসায়িক সফলতা আসবে।

প্রদর্শনীতে বাংলদেশসহ ১৪টি দেশের প্রদর্শকরা অংশ নিবে জানিয়ে তারা বলেন, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাইওয়ান এ প্রদর্শনীতে অংশ নিবে।

সংবাদ সম্মেলনে সেমস্ গ্লোবাল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস সারওয়ার ও সিনিয়র ম্যানেজার (আইএমসি) আবু নঈম মো. শরীফ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে কো-স্পন্সর হিসেবে আছে উত্তরা গ্রুপ। গণমাধ্যম পার্টনারস হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কমসহ আরও কয়েকটি দৈনিক ও টেলিভিশন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।