ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিবর্তনে ব্যবসায়ীদের ভয় নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
পরিবর্তনে ব্যবসায়ীদের ভয় নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন,‘ রাজস্ব আদায়ের পদ্ধতিতে পরিবর্তন আসছে, পরিবর্তনে ভয় পাবেন না। ’
 
বুধবার (১ এপ্রিল’২০১৫) এনবিআর সম্মেলন কক্ষে ২০১৫-১৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট আইন নিয়ে শঙ্কা প্রকাশ করলে তিনি এ কথা বলেন।


 
নজিবুর রহমান বলেন, অর্থনীতির অগ্রযাত্রায় অবদান রাখেন ব্যবসায়ীরা। ভয় পেলে হবে না। বাজেট প্রস্তাবনা অনুযায়ী ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখেই কাজ করা হবে।

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য মাথায় রেখেই এ অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হবে।
 
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অমিত সম্ভাবনার। সারাবিশ্ব বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রায় বিস্ময় প্রকাশ করেছে। দেশকে বহুদূর নিতে হবে। সেক্ষেত্রে রাজস্ব বোর্ড’র স্লোগান হল-‘ইটস অলওয়েজ পসিবল’।
 
সভায় ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার বলেন, শিক্ষার প্রসারে বেসরকারি প্রতিষ্ঠান অবদান রেখে চলেছে। শিক্ষার সব উপকরণের পাশাপাশি বাড়ি ভাড়ার ওপর ভ্যাট দিতে হয়। শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় সব শ্রেণির নাগালের বাইরে চলে গেছে বেসরকারি শিক্ষা।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ বলেন, বাংলাদেশে প্রায় ২৬ লাখ ছোট দোকান রয়েছে। গত ৮০-৯০ দিন রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা হয়নি। ভ্যাট আইন বাস্তবায়নের অজুহাতে গত একবছর ধরে প্যাকেজ ভ্যাট নিচ্ছে না। ব্যবসায়ীদের ভ্যাট আদায়ের নামে কর্মকর্তারা তা পকেটে নিচ্ছেন। হয়রানি বন্ধ ও ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে ভ্যাট কমানোর দাবি জানাই।

বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আকবর উদ্দিন বলেন, বাংলাদেশে পোশাক শিল্পের পরই  পর্যটন খাত সম্ভাবনাময় শিল্প হয়ে উঠছে।

রিসোর্টের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট ও ৭ শতাংশ কর এ খাতের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এ খাতকে এগিয়ে নিতে আগামি দু’বছর পর্যন্ত কর মওকুফ করার দাবি জানান তিনি।

সভায় সেবা খাতের (হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, হোটেল-রেঁস্তোরা, পর্যটন, কাগজ ও মুদ্রণ) ৪৪টি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়।

সভায় সংগঠনের প্রতিনিধিরা শিল্পভেদে আয়কর, ভ্যাট ও শুল্কের ক্ষেত্রে বৈষম্য দূর ও করের বোঝা না বাড়িয়ে সব ব্যবসা প্রতিষ্ঠানকে এর আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।