ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাণী রি-রোলিং মিল-এআইবিএল ক্যাপিটাল চুক্তি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
রাণী রি-রোলিং মিল-এআইবিএল ক্যাপিটাল চুক্তি

ঢাকা: পুঁজিবাজারে নতুন তালিকাভ‍ুক্তির জন্য রাণী রি-রোলিং মিলস লিমিটেডের আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ব‍ুধবার আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং রাণী রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউর রহমান, কাজী তউহীদ উল আলম, মো. আবদুল জলিল, মো. ফজলুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাদিম এবং রাণী রি-রোলিং মিলস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ এস কে সাহু, হেড অব এইচ আর মাহমুদ আলম ও হেড অব একাউন্টস মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।